Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

বরাবর

   চেয়ারম্যান মহোদয়

   ২ নং লক্ষনপুর ইউনিয়ন পরিষদ

   শার্শা, যশোর।

বিষয়: ক্রয়কৃতজমি উদ্ধার প্রসংগে।

 

বাদীনি

মোছা; খোদেজা খাতুন

পিং-মৃত আনোয়ার আলী

গ্রাম- লক্ষনপুর

ইউনিয়ন- লক্ষনপুর

শার্শা, যশোর্

বিবাদী

১। মো: সিরাজুল ইসলাম

২। মো: বুলু

৩।আনারুল ইসলাম

৪। আনিছুর রহমান

৫। নাজমুল ইসলাম

সর্বপিং- মৃত রমজান আলী

গ্রাম- লক্ষনপুর

শার্শা, যশোর।

স্বাক্ষী

 

 

জনাব

  আমি বাদীনি ২১ নং লক্ষনপুর মৌজার ১৭৯৩ দাগের (হাল ২১৭৪ ) ১৬.৫০ শতক জমি গত ২৫-০৫-২০০৩ ইং তারিখে , সুলতান আহম্মদ ,পিতা- মরহুম মফিজউদ্দীন ব্যাপারী,সাং ও পোষ্ট: লক্ষনপুর এর নিকট হইতে কবলামুলে ক্রয় করি। ইতিপুর্বে উক্ত জমির রেকর্ডীয় মালিক মো: রমজান আলী, পিং- মৃত বিশু মন্ডল, সাংও পোষ্ট: লক্ষনপুর

গত ৭-৯-১৯৯৬ ইং তারিখে৫৯৮৯ নং কবলামুলে সুলতান আহম্মদ ,পিতা- মরহুম মফিজউদ্দীন ব্যাপারী,সাং ও পোষ্ট: লক্ষনপুর এর নিকট বিক্রয় করে। উহার প্রমানপত্র আমার নিকট আছে।

কিন্ত উক্ত জমি রেকর্ড এর সময় সম্পুর্ন আমার নামে রেকর্ড হয় নাই । মুল মালিকের ওয়ারেশগনের (বিবাদিগনের) নামে অর্ধেক জমি রেকর্ড হয়। যাতে সম্পুর্ন  জমি আমার নামে নাম পত্তন করিতে পারি তাহার সুব্যবস্থা করিতে আপনার মর্জি হয়।

                  অতএব আপনার নিকট আকুল আবেদন বিষয়টি সুবিচার করিতে আপনার মর্জি হয়।

 

তারিখ: ৩০-০৮-২০১৬ ইং ।

                                           বিনীত

 

 

 

                                         মোছা: খোদেজা খাতুন