আপোষ নামা
বাদিনী বিবাদী
মোছাঃ জাহানারা খাতুন ১। মোঃ মুজিবর রহমান মেম্বর
স্বামী- মৃত আজগার আলী পিং- মৃত সায়েম ঢালী
গ্রাম-খামারপাড়া ২। মো: রায়হান
ডাকঘর- লক্ষনপুর পিং- মোঃ আজিবর রহমান
শার্শা,যশোর। ৩। মো: আক্তার হোসেন
পিং- মোঃ রহমত আলী
সর্বসাং- খামারপাড়া, ডাকঘর- লক্ষনপুর
শার্শা,যশোর।
অদ্য ইং ২১-০৩-২০১৭ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় ইউপি সদস্যগন ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ২ নং লক্ষনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো:সালাহ উদ্দীন(শান্তি)এর সভাপতিত্বে আপোষ বৈঠক অনুষ্ঠিত হয়। আপোষ বৈঠকে বাদী ও বিবাদী উপস্থিত আছে। বাদী ও বিবাদীগনের নিকট হইতে তাদের বক্তব্য শোনা হয়। বিবাদের বিষয় নিয়ে উপস্থিত সদস্যগন বিস্তারিত আলোচনা করেন,।বিস্তারিত আলোচনায় ,বাদিনী এবং বিবাদীগনের স্বীকার উক্তি অনুযায়ী প্রমান হয় ভুলবুঝাবুঝির কারনে বিবাদের সুত্রপাত হয়।
সিদ্ধান্ত:
ভুলবুঝাবুঝির কারনে বিবাদের সৃষ্টি হওয়ায় বিবাদীগন , বাদিনীর নিকট ক্ষমা প্রার্থনা করে। বৈঠকে উপস্থিত সদস্যগনের সন্মুখে বাদিনী বিবাদীগনকে ক্ষমা করে দেয়। বিবাদের নিস্পত্তি হয়।
তারিখ: ২১-০৩-২০১৭ ইং।
সভাপতির স্বাক্ষর
উপস্থিত সদস্যগনের স্বাক্ষর
১।
বাদীর স্বাক্ষার
১।
২।
৩। বিবাদী গনের স্বাক্ষর
১।
৪।
২।
৫।
৩।
৬।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS