যখন নারী জাতি শিক্ষার আলো থেকে অনেক দুরে থাকত, তখনকার সময় , ভারতের ২৪ পরগনা জেলার হরিদাসপুর গ্রামে এক মুসলিম সম্ভান্ত পরিবারে তিনি জন্ম গ্রহন করেন।যশোর জেলার প্রত্যান্ত দুর্গোম জনপদ শার্শা উপজেলার ২নং লক্ষনপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের শুকুর আলীর সাথে ১৬ বছর বয়সে তার বিবাহ হয়।চরম অভাব অনাটনের মধ্যো দিয়ে তাদের সংসারের যাত্রা শুরু হয়। তিনি একে একে ০৯ টি সস্তানের মা হন।০৭ টি পৃত্র এবং ০২ টি কন্যা সন্তান।
তার ১নং পুত্র আব্দুল মুজিত (এম এ পাস) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর হিসাবে কর্মরত অবস্থায় ০৫ বছর পুর্বে মৃত্যু বরন করে। ২ নং পুত্র ওবাইদুর রহমান (অষ্টম শ্রেনী) একজন আদর্শ কৃষক। ৩ নং পুত্র আব্দুল মান্নান একজন বীর মুক্তিযোদ্ধা ( এইচএসসি) , বর্তমানে বিদ্যুত উন্নয়ন বোর্ডের এস বি পদে চাকুরী করেন।৪নং পুত্র্র আব্দুল লতিফ( এম এ) বিদ্যুত উন্নয়ন বোর্ডের আওতায় বয়রা বিদ্যুত কেন্দ্রের পরিচালক।৫ নং পুত্র শাহাজান কবির (এম এ) বিসিআইসি মতিঝিল কাযালয়ের সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছে।৬ নং পুত্র জাহাঙ্গীর কবির খালেক(এম এ)জেলা প্রশাসক হিসাবে চাপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত আছে।৭ নং পুত্র আলমগীর কবির (এম এ) বিদ্যুত উন্নয়ন বোর্ডের আওতায় বিভাগ পর্যায়ের কর্মকর্তা হিসাবে দায়িত্বরত আছেন।
১নং কন্যা জেসমিন আরা( এসএসসি) একজন আদর্শ গৃহিনী। ২নং কন্যা রোজিনা খাতুন(এম এ) এন জি ও কর্মকর্তা হিসাবে দায়িত্ব রত আছেন।
প্রতিটি সন্তান বর্তমানে আর্থিক ভাবে স্বচ্ছল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS