Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসমূহ

   

২ নংলক্ষনপুরইউনিয়ন পরিষদ

শার্শা,যশোর।

ইউনিয়ন পরিষদ সভার কার্যবিবরনী (জরুরী)

১৩সভা                                                          তারিখ-১৬/০৩/২০১৭ইং।

                                                                             স্থান- ইউপি ভবন

                                                                             সময়-সকাল ১০.০০ঘটিকা

উপস্থিত ও অনু:  সদস্যগনের নাম

১। মোছা: আনোয়ারা খাতুন-  ইউপি চেয়ারম্যান

২। মোছাঃসুফিয়াবেগম- সংরক্ষিত মহিলা আসন-১,সদস্য

৩।& মোছাঃনুরজাহানখাতুন- সংরক্ষিত মহিলা আসন-২,সদস্য

৪। মোছাঃফতেমাখাতুন- সংরক্ষিত মহিলা আসন-৩,সদস্য-

৫। মোঃরাশেদআলী-ইউপি সদস্য,০১ ওয়ার্ড

৬। মোঃ আলতাপ হোসেন-ইউপি সদস্য,০২ ওয়ার্ড

৭। মোঃ আব্দুল রহমান-ইউপি সদস্য,০৩ওয়াড

৮। মোঃআবুবক্কারশেখ-ইউপি সদস্য,০৪ ওয়ার্ড

৯। মোঃমুজিবররহমান- ইউপি সদস্য,০৫ ওয়ার্ড

১০। মোঃমোমিনুররহমান- ইউপি সদস্য,০৬ ওয়ার্ড

১১। মোঃআব্দুসসালাম- ইউপি সদস্য,০৭ ওয়ার্ড

১২। মোঃমোসলেমআলী- ইউপি সদস্য,০৮ ওয়াড(অনু:)©

১৩। মোঃসৈয়েদুলইসলাম- ইউপি সদস্য,০৯ ওয়ার্ড

 

অদ্য সভা অত্র পরিষদের চেয়ারম্যানমো: সালাহউদ্দীন(শান্তি) সাহেবের সভাপতিত্বেআরম্ভ হয়।

নংআলোচনা: গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।

            সভার শুরুতে সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যগনকে স্বাগত জানান। অত:পর গত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান, ইহা যথাযথভাবে লিপিবদ্ধ আছে বলিয়া সর্বসন্মতিক্রমে অনুমোদিত হয়।

২নং আলোচনাঃ ২০১৬-২০১৭ অর্থবছরে বরাদ্ধকৃত বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী ভাতার তালিকা প্রনয়ন প্রসংগে আলোচনা।                                                  

সভাপতি সাহে জানান যে, ২০১৬-২০১৭ অর্থবছরে বয়স্ক ভাতা ২৫ টি, প্রতিবন্ধী ভাতা ২৫ টি, বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা ০৬ টি বরাদ্ধ পাওয়া গিয়াছে।গরীব, দুঃস্থ উপকার ভোগীগন নির্বাচিত করে বরাদ্দের অনুকুলে তালিকা প্রনয়ন করতে হবে।

সিদ্ধন্ত:

প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যগন(মহিলা ও পুরুষ)অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী ব্যক্তিগনের তালিকা প্রনয়ন করিবেন এবং জনসংখ্যার ভিত্তিতে অগ্রাধিকার তালিকা হইতে নীতিমালা অনুযায়ী বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচিত হবে।

৩নং আলোচনাঃ আইনশৃংখলা বিষয়ে আলোচনা।

     উপস্থিত সদস্যগন আইনশৃংখলা পরিস্থিতি বিষয়ে আলোচায় অত্র ইউনিয়নে আইনশৃংলা পরিস্থিতি যথেষ্ঠ ভাল।তিনি ইউপি সদস্যগনকে অনুরোধ করেনে যে, নিজ নিজ এলাকার ছোট ছোট বিবাদগুলি তাৎক্ষনিক ভাবে আপোষের মাধ্যমে নিস্পত্তি করার প্রযোজনীয় ব্যবস্থা নিতে হবে, তাহলে বড় ধরনের বিবাদ এড়ানো সম্ভব হবে।  সভাপতি সাহেব জানান আইনশৃংলা পরিস্থিতির কোন অবনতি না ঘটে সেদিকে সর্বদা নজর রাখতে হবে।

৪নং আলোচনা: মানব পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা:

ইউপি সদস্যগন জানান অত্র ইউনিয়ন সীমানায় মানব পাচারের মত ঘটনা ঘটেনি। এ ব্যাপারে এলাকাবাসী যথেষ্ঠ সচেতন আছে।

৫নং আলোচনা:নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ে আলোচনা

      সভাপতি সাহেব জানান যে, আমি মনে করি নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহবাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রধান বাধা।নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহনির্মুল না করতে পারলে আমাদের সামাজিক উন্নয়ন ও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে।উপস্থিত সদস্যগন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সিদ্ধান্ত:

 স্কুল, কলেজ, মাদ্রাসায় এবং গ্রামে এ বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগন এবং গ্রামে ইউপি সদস্যগন ইহা বাস্তবায়ন করিবে।

বিবিধ:

 সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যগনকে জানান, লক্ষ্য করা যাচ্ছে যে, বিগত ০৫ টি মিটিং এ ইউপি সদস্য জনাব মোসলেম উদ্দীন উপস্থিত নাই। কি কারনে কেন উপস্থিত নেই সে বিষয়ে আমাকে কিছু জানানো হয়।

সিদ্ধান্ত:

বিষয়টি খোজখবর নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সভাপতি সাহেবকে অনুরোধ করা হয়।

****************************************************

      সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সভার সমাপ্তি ঘোষনা করেন।