খামার পাড়া বাওড় টি ০২ নং লক্ষণপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে অবস্থিত। এই বাওড় টি নিজামপুর ইউনিয়নে সোনানদীয়া গ্রামের কিছু অংশ জুড়ে নিয়ে বয়ে চলেছে। এই বাওড়ে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এই বাওড়ে মাছ ধরে জেলেরা তাদের জীবিকা নির্বাাহ করে। বাওড় দেখতে খুবই সুন্দর।